রাধারমণ দত্ত রচিত গান নং ৪৫৩

বন্ধু নি রে শ্যাম কালা সোনা
দয়া নি রাখিবায় মোরে অধম জানিয়া ।।
ঘরে বাদী বাইরে বাদী বাদী সর্বজনা
মুই অভাগীর আর লক্ষ্য নাই তুমি সে আপনা ।।
বন্ধু তুমি আমার আমি রে তোমার এই মনের বাসনা
প্রাণ থাকিতে প্রাণ ছাড়িয়া দিমুনা দিমুনা ।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
যাউক জাতি নাই সে ক্ষতি ছাড়মুনা ছাড়মুনা ।।