রাধারমণ দত্ত রচিত গান নং ১৩২

হরির নাম কর সার, ওরে বদন ভরে বল হরি, মন পাখি আমার ।
ভাই বন্ধু স্ত্রীপুত্র সকলই অসার ।
আইতে একা যাইতে একা সঙ্গী নাই আমার ।।
ভবের ঘাটে আইসা যাওয়া, ঠেকবায় রে একবার ।
বেইল থাকিতে দেও রে পাড়ি, সময় নাইরে আর ।।
ভাবিয়া রাধারমণ বলে সকলই অসার ।
দয়াল গুরু বিনে ভবার্ণবে বন্ধু নাই আমার ।।