রাধারমণ দত্ত রচিত গান নং ৯২০

গৌরচান দয়া কর দেখি
তুমি পতিত পাবন তোমার নামে উদ্ধারিবে নাকি।।
আমি না জানি সাধনভজন কোন গুণে তোমায় ডাকি।
আমি বনে বনে কান্দি বেড়াই মন হইতেছে চাতক পাখি।।
পুষ্পচন্দন হইতো রে গৌর অঙ্গে মাখিয়া রাখি
আমার মনে লয় শুধু গৌর নয় রাইর প্রেমে মাখামাখি।।
ভাইবে রাধারমণ বলে ঝুরে দুটি আঁখি
তুমি পতিতপাবন গৌর দয়াময় পতিতকে উদ্ধারো নাকি।।