রাধারমণ দত্ত রচিত গান নং ৩৪৩

ওগো শ্যামরুপ নয়নে হেরিয়া
রুপে মন ভুলিয়া রইলো গো আমার জলে রুপ দেখিয়া ।
কুক্ষণে জল ভরতে গেলাম কাঁখে কলস লইয়া ।
যমুনার স্রোতে নিলো গো আমার কলসী ভাসাইয়া
হস্ত বাঁকা পদ বাঁকা বাঁকা মুখের হাসি
তা অনে অধিক বাঁকা হস্তের মোহন বাঁশি
কলসী ভরিয়া রাধা থইলো কদমতলে
কদম ফুল ঝরিয়া পড়ে কলসী মাঝারে
কদম ফুল বাঁধিয়া রাধা নিরখিয়া চায়
ঠাকুর কৃষ্ণের শ্রীচরণ জলে দেখা যায়
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
কূল গেলো কলঙ্ক রইলো জগৎ জুড়িয়া ।।