শ্যামচাদ আমার মন নিল কাড়িয়া
জলের ঘাটে গিয়েছিলাম জলের লাগিয়া।
শ্যামে নষ্ট করল জাতিকুল, তার জন্য মন বেয়াকুল
শ্যামের জ্বালায় মরি সই গো কান্দিয়া কান্দিয়া।।
প্রাণটা বান্ধা শ্যামের কাছে, শ্যাম যায় চলিয়া
আমি পাগলিনী হইয়া বেড়াই ঘুরিয়া ঘুরিয়া।।
ভাইবে রাধারমণ বলে কি কাজ আর জাতিকূলে
দাসী হয়ে সঙ্গে যাব কুলমান ত্যেজিয়া।।