রাধারমণ দত্ত রচিত গান নং ৭৫৭

শুনগো ললিতা সখী মরণকালে ওই করিও
আমার নিকটে বসিয়া তরা গো কর্ণে কৃষ্ণনাম শুনাইও।
প্রাণি কণ্ঠাগত হইলে কৃষ্ণনাম শুনাইও কর্ণমূলে
কখনো দেহ জলে না ভাসাইও।।
আমায় তুলসীর নিকটে নিয়ো গো তোমরা সকলে
কৃষ্ণনামের ধ্বনি করিও।।
প্রাণি বাহির হইয়া গেলে কৃষ্ণনাম লিখিও বক্ষস্থলে
পদরেণু অঙ্গেতে মাখাইও।।
আমায় অনলেতে না পুড়িও গো তোমরা সকলে
শ্যামবিলাসের দেহ।।
যখন আসব গুণমণি তোমরা ইঙ্গিতে বলিও বাণী
প্রাণনাথকে দুঃখ দিবায় চাইও।।
রাধারমণের প্রাণ গত হইলে গো
অন্তিমে সহায় লইও।।