রাধারমণ দত্ত রচিত গান নং ৮৬৯

সহজ সাধন রে মন গুরু ভজনা রইল না।।
গুরু কৃষ্ণ রুপে রে মন শাস্ত্রে ঠিকানা।।
মন জন্ম গুরু কল্পতরু, দীক্ষা শিক্ষা গুরু
গুরু কল্পতরু রে মন, তার কি নাম না।
গুরু নিঃশ্বাসেতে মুক্ত রে মন ভব বন্দনা।
মন শ্রীরাধারমণের গাঁথা, শুনিয়ে ভগবদ গীতা
সাধু সঙ্গে কৃষ্ণ রে মন ভক্তি সাধনা।।