ধরিয়া ধরিয়া নেও আমারে গো প্রাণ সখি
চরণ চলেনা গৃহে অবশ হইলাম নাকি ।।
প্রাণটি রইলো তার কাছে গো শুধু দেওয়া মাত্র বাকী ।
এগো মণিহারা ফণীর মতো কেমনে গৃহে থাকি ।।
জ্বালায় জ্বলিত অঙ্গ গো এগো প্রাণসখি
ওরে এমন বিচ্ছেদের আগুনেএ আর কতদিন থাকি ।।
ভাবিয়া রাধারমণ বলে গো শোন গো প্রাণসখি
এগো হৃদপিঞ্জিরায় পোষা পাখি উড়িয়া গেলো নাকি ।।