রাধারমণ দত্ত রচিত গান নং ২০৪

গৌর আমার জাত মারিয়াছে
গৌর যার ঘরে যায় তার ঘরে খায়
তার কি কূলের বিচার আছে ।
প্রেমের বাতাস লাগলো যার গায় কূলরাখা হইলো বিষম দায় ।
এগো কূলের মুখে ছাই দিয়াছি গৌরচাঁন পাইবার আশে ।
আমার মতো কলঙ্কিনী নাই ত্রিজগতের মাঝে
এগো কূল গেলো কলঙ্ক রইলো পাগল বলবে লোকসমাজে ।।
ভাইবে রাধারমণ বলে গৌররুপে মন ভুলে ।
পাইতাম যদি গৌরচরণ স্থান দিতাম হৃদয় মাঝারে ।।