রাধারমণ দত্ত রচিত গান নং ৪১

গুরু ও দয়াল গুরু আমি ঘোর অন্ধকার দেখি ।
গুরুর বাড়ি ফুল বাগিচা শিষ্যের বাড়ি কলি
গুরুয়ে দিলা মহামন্ত্র যুগে যুগে তরি ।
গুরু যাইন নাওয়ে নাওয়ে শিষ্য যাইন তড়ে
খেওয়ার কড়ি নাই মোর সঙ্গে জামিন দিতাম কারে ।
ভাইবে রাধারমণ বলে নদীর কূলে বইয়া
পার অইমু পার অইমু করি দিনতো গেলো গইয়া ।।