প্রাণসজনী আমারে বন্ধুয়ার মনে নাই ও প্রাণবন্ধুর লাগি কত দুঃখ পাই যদি বা থাকিত মনে ডাকিত বাঁশির গানে আমি সঙ্গোপনে নিরখিয়া চাই ভেবে রাধারমণ বলে আশায় রইলাম বসে আমি সারা নিশি কান্দিয়া পোষাই ।।