রাধারমণ দত্ত রচিত গান নং ১৬২

আমি সেই গৌর বলে ডাকি
যদি কুমকুম চন্দন হইতো রাখিতাম অঙ্গেতে মাখি ।
মনে যেন লয় শুধু গৌরা নয়
বুঝি রাইর অঙ্গ আছে মাখামাখি ।।
আমার মন চায় তার রাঙা পায়
জড়িত হইয়া থাকি ।।
ব্রজাঙ্গনাগণে শ্রীকৃষ্ণ বিহনে
আমার মন হইয়াছে চাতকী ।।
দিবানিশি নিরলে বসি বন্ধু বন্ধু বলে
অন্তরে নিরলে ডাকি ।।
বাউল রাধারমণ চায় ধরতে বন্ধের রাঙা পায়
পাছে পাছে ঘুরি সদায় অন্তরে ভরসা রাখি ।
বন্ধে মোর ঘেষে না কাছে সদায় দিয়া ফাঁকি