রাধারমণ দত্ত রচিত গান নং ৯৭২

কারে দিতাম মালা গো সখি কারে দিতাম মালা
সখি গো যার লাগি আয়োজন পাইলাম তার দরশন
নরম হলে মরণ গো ভালা গো সখি।।
সখি গো বাসি পুষ্প গোলাপে জলে ভাসি কীরুপে
হইল না শ্রীরুপের মেলা সখি গো
সখি গো মন রাধারমণ বলে, তাপিত অঙ্গ জ্বলে
স্থান যেন পাই অন্তিম কালে।।