শ্রী গৌরাঙ্গের আগমনে কলির ধন্য হইলো
এবার বড় সুদিন আইলো ।।
সত্য সতত শাশ্বত উনকা রাগের জন্মতত্ব
নাম মাহাত্ম্যে জগত ভাসিলো
গোরায় হরিনামের সংকীর্তণে যজ্ঞ আরম্ভিলো ।
গোসাই রাধারমন প্রেমের খনি
জগতকে করিয়াছে ধনী উত্তম অধম ধনী মানী
বাকী না রাখিলো গৌরায় হরি নামের সংকীর্তনে যজ্ঞ আরম্ভিলো ।।