রাধারমণ দত্ত রচিত গান নং ২৭৭

শ্রী গৌরাঙ্গের আগমনে কলির ধন্য হইলো
এবার বড় সুদিন আইলো ।।
সত্য সতত শাশ্বত উনকা রাগের জন্মতত্ব
নাম মাহাত্ম্যে জগত ভাসিলো
গোরায় হরিনামের সংকীর্তণে যজ্ঞ আরম্ভিলো ।
গোসাই রাধারমন প্রেমের খনি
জগতকে করিয়াছে ধনী উত্তম অধম ধনী মানী
বাকী না রাখিলো গৌরায় হরি নামের সংকীর্তনে যজ্ঞ আরম্ভিলো ।।