তোমার মনে কান্দাইবার বাসনা প্রাণনাথ দুঃখিনীরে ।।
প্রথম মিলনকালে ও বন্ধু গগনের চান্দ হস্তে দিলায় রে
এখন কোন দেশেতে ছাড়িয়া যাও আমারে রে ।
যে যারে বাসনা করে সে কি তারে কান্দাই মারে রে
তুমি গেলায় পরবাসে আমি রইলাম তোমার আশে রে
আমি রইলাম গোকুল নগরে রে ।
তুমি বন্ধু সখা যার, কিবা দুঃখ সুখ তার রে
কিবা তার জীবন আর মরণ রে ।
বাজাইয়া মোহনবাঁশি মনপ্রাণ কইলায় উদাসী রে
বাঁশির সুরে ভুলাইলায় রাধারে রে ।
তোমার বাঁশির সুরে ভাটিয়াল নদী উজান ধরে রে
বুক ভেসে যায় নয়নের জলে রে ।
ভাবিয়া রাধারমণ বলে ঠেইকাছো পিরীতের জালে
ওরে দাসী বানাই সঙ্গে নেও আমারে ।।