ও আর পাশর না যায় গো তারে পাশর না যায় একদিন দেখিয়াছি যারে ।। আর কেউরের পিন্দন লালনীলা কেউরের পিন্দন শাড়ি । আমার শ্রীমতি রাধিকার পিন্দন কৃষ্ণ পীতাম্বরী গো আর ভাইবে রাধারমণ বলে শোনো গো সকলে এগো মইলাম মইলাম আমি মইলাম বন্ধু থাকুক সুখেতে ।।