কি দেখিলাম গো গৌররুপ চমৎকার নদীয়ায় ।
গোরার হাতে লোটা মাথায় জটা কপালে চন্দনের ফোটা তার
তারে দেখলে নয়ন পাসরা না যায় গো ।
গৌর বড় বিনোদিয়া পাষাণে বান্ধিয়া হিয়া গো
গৃহকাজ না চায় তার মনে গো ।
গৌরায় কোন সন্ধি জানে কূল মন সইতে টানে গো
তারে দেখছি বলে কয়না কোনো জনে গো ।
ভাইবে রাধারমণ বলে ঠেকিয়াছি পিরিতের ফান্দে গো
তারে ছুটাইলে ছুটও না যায় গো ।।