চলো চলো রাই গৌরচাঁন্দের রুপ হেরিতে গৌররুপ হেরে পারিনা গো এ দেহে প্রাণ রাখিতে ।। কি করিবে কূলমানে মইলে কি প্রাণ সঙ্গে যাবে আমি এ কূল রাখি সে কূল ভাসাই জলেতে । ভাবিয়া রাধারমণ বলে শুন গো তোরা সকলে ভুবন ভুলাইলো গো আমার প্রাণ গোরার রুপেতে ।।