রাধারমণ দত্ত রচিত গান নং ১২

আমি তোমায় ডাকি গুরু হে গুরু
ডাক দিলে ডাক শুনো না ।
সাধন ভজন কিছুই জানি না ।।
গুরু গুরু আমি তোমার অধম ভক্ত
লোহা হতে অধিক শক্ত
আগুন দিলে লোহা গলে
গুরু আমার মন তো গলে না ।।
ভাইবে রাধারমণ বলে ভবে আইলাম অকারণে
আমার মনের এই বাসনা, গুরু রাঙাচরণ ছাড়বো না ।