রাধারমণ দত্ত রচিত গান নং ৮৬৭

সজনী আমি ভাবের মরা মইলাম না
সহজ পিরিতি হইল না।
সহজ পিরিতি হইতে পারে
দুইজন হইলে একমনা।।
মধুর লোভে কাল ভমরে
করছে আনা যানা।
শুকাইলে কমলার মধু
ফিরে ভমর আসবে না।।
আর ভাইবে রাধারমণ বলে
মনের ওই বাসনা।
সহজ পিরিত সিংহের দুধ
মাটির বাসনে টিকে না।।