রাধারমণ দত্ত রচিত গান নং ২৭৮

শ্রী চৈতন্য নিত্যানন্দ পতিত পাবন
চৌষট্টি মহন্ত সঙ্গে পারিষদ গণ
ধন্য কলিযুগ ধর্ম নাম সংকীর্তণ
ধন্য নইদে শান্তিপুরে প্রেম নিকেতন
ধন্য সুরধুনী ধন্য গৌর ভক্তগণ
এই শুদ্ধ ভক্তি কহে শ্রীরাধারমণ ।।