চিন্তা জ্বরের ঔষধ কোথায় পাই চিন্তিয়া চিন্তিয়া জনম গেলো
চিন্তা রোগের ঔষধ নাই ।
চিন্তা জ্বরে পাইলা যারে কুচিন্তাতে যারে ধরে
নিচিন্তে কি সে রইতে পারে তার প্রাণে বাঁচবার উপায় নাই ।
কাম চিন্তায় মত্ত হইয়া দিন বিফলে গেলো গইয়া
মায়াজালে বন্দী হইয়া দিন তো আমার বইয়া গয়াই ।
চিন্তা জ্বরে পাইলো যারে বৈদ্যে না সারাতে পারে
প্রেম চিন্তায় পাইলো যারে মিছা রে তার দুনিয়াই ।
প্রাণ বন্ধুয়া যদি আইতো মনের চিন্তা চলিয়া যাইতো ।
আমাকে আকে পাইতো আমি কি ভবমায়া চাই ।
ভাইবে রাধারমণ বলে চিন্তায় জীবন গেলো চলে
মনের চিন্তা যাবে চলে যদি বন্ধের দেখা পাই ।