হরি গুণাগুণ কৃষ্ণ গুণাগুণ রাধা গুণাগুণ গাও হে ।
সদায় আনন্দ রাখিও মনে ।।
রাধারাণীর প্রেমবাজারে রসের দোকান খোলা রে
কেউ বেচে কেউ কেনে কেউ দর করিয়া যায় রে ।।
জল উজান বাতাস উজান সাবধানে নাও বাইও রে
সামনে আছে সাধুর দোকান কিছু কিনিয়া লও রে ।।
ভাইবে রাধারমণ বলে লাভ করিতে আইলাম ভবে
মূল হারাইবায় চাইও রে ।।