রাধারমণ দত্ত রচিত গান নং ৫৯৭

দূতী তারে করো মানা শ্যাম যে আমার কুঞ্জে আয় না ।।
নানা জাতি ফুল তুলি সাজাইয়াছি ফুল বিছানা
আসবে বলে প্রাণবন্ধু সারা রাইতে নিদ্রা আয়না ।।
নানা জাতি ফুল ফুটিয়াছে ভ্রমর আইসে মধু খায়না
কত ভ্রমর আইলো গেলো রাইর কমলে মধু চায়না
ভাইবে রাধারমণ বলে রাইর বিচ্ছেদে প্রাণ বাঁচে না
আইবো গো তোর চিকন কালা পুরাবে মনের বাসনা ।