রাধারমণ দত্ত রচিত গান নং ৩৭৮

কুক্ষণে গো গিয়াছিলাম জলের লাগিয়া
আমি নিষেধ না মানিয়া সখি গো ।।
শ্যামলবরণ রুপে মন নিলো হরিয়া
কি বলবো তার রুপের কথা শোন মন দিয়া ।।
বিজলী চটকের মতো রহিয়াছে দাড়াইয়া
আমার কইতে বাঁধে হিয়া সখি গো ।।
আবার আমি যাবো জলে আগাম জল ফেলিয়া
দাসী হইয়া সঙ্গে যাবো কুলমান ত্যাজিয়া ।।
আমি না আসিবো সখি গো ।
ভাইবে রাধারমণ বলে কানু রে কালিয়া ।।
জল ভরিয়া গৃহে আইলাম শূণ্য দেহ লইয়া
আমার প্রাণটি বান্ধা থইয়া ।।