পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না
হরির নাম নিলে রে মন যাবে রে ভবের যন্ত্রণা।।
মন রে যখন ছিলে মার উদরে ভজব বইলে দামোদরে
মিছা মায়াতে পড়ে সে কথা তোর মনে নাই
গনার দিন ফুরাই গেলে সেদিন আর আসবে না।।
মন রে যখন তোমার কফ আসিবে, ক্রমে উর্দ্ধশ্বাস বহিবে
ঘরের বাহির কইরা দেবে আর তো ঘরে রাখবে না।।
মনরে ভাই বন্ধু প্রতিবেশী শিয়রেতে কাঁদবে বসি
তখন তোমার প্রাণ প্রিয়সী চউখ তুলে চাইবে না।।
মন রে মরলে নিবে শ্মশানঘাটা রইবে দালানকোঠা
বিষয়বস্তু কোন কিছু সঙ্গে যাবে না।।
মন রে যত সব টাকাকড়ি সিন্দুকেতে রবে পড়ি
সঙ্গে নিবে পাঁচ কড়ি আম্র কাষ্ঠ দুচার খানা।।