কই সে হৃদয়মণি গো প্রাণসজনী
কিবা আশায় বসি রইলাম দিবস রজনী ।।
বিচ্ছেদ বিষম গো দাগছে পরাণী
দারুণ বিধি কেনে কইলায় জনম দুস্কিনী
এ ধন যৌবন দিলাম প্রাণবন্ধুয়ার নিছনি
শটের সনে প্রেম করিয়া হইলাম ভিখারিনী
ভাইবে রাধারমণ গো বলে সকল বিবাদিনী
এ দেশে না থাকিমু হইবো বিদেশিনী ।।