রাধারমণ দত্ত রচিত গান নং ৮২৯

তোরা দেখ রে আসি নগরবাসী প্রেমরসের ফুল।
ফুলের গন্ধে অন্ধ মকরন্দ মধু লোভে প্রাণ আকুল।
ও কিশোরীর প্রেম ব্রজধামে সে ফুলের মূল
সজল উজ্জল রসে মিলে উদয় সুরধনীর কূল।।
ও প্রেমরসের কমল টলমল মহিমা অতুল
যার পরশে পাষাণ ভাসে লুণ্ঠন করে সোনার মূল।
যার কপাল মন্দ মায়ায় মুগ্ধ সৎ সঙ্গে তার ভুল
গোসাই রমণ বলেন মানুষ বিনে লাগছে প্রেমের হুলাহুল।