মইলাম বন্ধু তোর পিরীতের দায়
পিরীতে কলঙ্ক রইলো পিরীতে না ভুলা যায় ।।
মনে যারে লাগে ভালো সে কিবা সাদাকালো
চউখে আন্ধি লাগিয়া গেলো কলঙ্ক রাখিলো মাথায় ।
প্রেমের প্রেমিক হইয়া তোর পানে রইলাম চাইয়া
একে তুমি দিছো কইয়া প্রেমিক অইলে একদিন পাইবায় ।
পিরীতের শেল যার বুকে দিনরজনী যায় তার দুঃখে
তোমারে পাইলে বুকে আনন্দে থাকিতাম সদায় ।
সদায় থাকিতাম সুখে ভালো ভালো বলতো লোকে ।
সুখি হইতাম দুই লোকে খ্যাতি রইতো দুনিয়ায় ।
ভাবিয়া রাধারমণ বলে কুপ্রেমে দিন যায় চলে
সু পিরীত কোথায় মিলে ভাবতে ভাবতে জীবন যায় ।।