শুন গো প্রাণসজনী কিঞ্চিৎ দুঃখ কাহিনী
পিরিত বড় বিষম জ্বালা।
সরল পিরিত মোর গরল হইল সই
বুঝি মোরে বিধি বিড়ম্বিলা।।
সুখের ভরসা কইরে ডুব দিনু প্রেমসাগরে
কর্মফলে সাগর শুষিলা।
জল ছাড়া মীনের মত হিয়া জ্বলে অবিরত
সোনার বরণ হৈল কালা।।
সাধের পিরিতি মোর দিবানিশি চিন্তাজ্বর
দিনে দিনে হইল দুর্বলা
শ্রীরাধারমণ বাণী, শুন রাধা বিনোদিনী
ধৈর্য ধর, না কর উতলা।।