রাধারমণ দত্ত রচিত গান নং ৫৫৩

নাগর কালিয়া ও ধীরে ধীরে তুমি যাইও
বন্ধুরে উপরে মেঘের ছটা সঙ্গে শোভে পীতধড়া রে ।
দারুণ মেঘের ডাক পাড়া পড়শী জাগে রে
কেমনে যাইবায় গোয়াল পাড়া ।
বন্ধুরে নূপুর না দিও পায় দৌড় না দিও তায়
চরণে ফুটিবায় চাইও কাটা ।
নূপুরের ধ্বনি শুনি জাগিবে কালননদী
চোরা বলিয়া দিবে খোটা ।
সারি শুকে গান গায় আমার কলঙ্ক তায়
পুবেতে উদয় হইলো ভানু ।
শ্রীরাধারমণে গায় বিদায় হইলো কৃষ্ণরায়
রাই কাছে বিদায় মাগে কানু ।।