ও রুপ লাগিলো নয়নে বন্ধু বিনে প্রাণ বাঁচেনা নানা নানা
ঘরে আছে কূলবধূ মুখে নাহি সব মধূ
কি মধূ খাওয়াইলে জানি না ।।
কি রতি কি বল মতি বন্ধু বিনে নাই সে গতি
জলন্ত অনল নিবে না ।।
হৃদয় পিঞ্জিরায় পাখি হৃদয়ে বান্ধিয়া রাখি
ছুটলে পাখি ধরা দিবে না ।।
ভাইবে রাধারমণ বলে দেখগো তোমরা সকলে
বিষম কালি ধুইলে ছুটে না ।।