রুপে নয়ন নিলো গো শ্যাম কালিয়ার রুপে নয়ন নিলো গো ।।
কুক্ষণে জল ভরতে গেলাম বিজলী চটকের মতো নয়নে হেরলাম
আমায় অঙ্গুলি হিলাইয়া শ্যামে কি কহিলো গো ।।
মনে ছিলো বড় আশা জন্মাবধি রুপ হেরিলাম যায়না পিপাসা
কাল ননদী বিষম বাদী সঙ্গে ছিলো গো ।।
মনে লয় উড়িয়া যাইতাম সেরুপ নয়নে হেরতাম
পাখা দিতে বিধি কেনে বাদী হইলো ।।
ভাইবে রাধারমণ বলে ঐরুপ যেন হেরি অন্তিমকালে
মনের আশা মনে রইলো ।।