ত্বরাই কইরে যাও প্রাণ সখি গো
যাও দূতী বৃন্দাবনে বন্ধুরে আনিতে গো
বিচ্ছেদ জ্বালা প্রবল হইলো গো
বন্ধু আনিয়া দেখাইয়া মিলাইয়া প্রাণ রাখো গো ।।
বৃন্দাবনে কত কন্টক আছে গো
কেমনে আসিবো বন্ধু অন্ধকার নিশি গো ।।
ভাইবে রাধারমণ বলে গো
আমার প্রতি প্রাণবন্ধের দয়া নি আছে গো ।।