দয়াল শ্যামরে আমার তুমি দয়া না করিলে আর ভরসা কার
পাপী তাপী জনে শ্যাম তুমি দয়া করো
তোমার দয়ার ভরসা করে সয়াল সংসার ।
তার কিবা দয়া আছে পুণ্যির ভরা যার
পাপী জনে চায়বা দয়া পাইতে উদ্ধার ।
পাপীরে করিলে দয়া দয়াল নামটি সার
তা নাহলে দয়াল বলে কে চাইবো দয়া আর
দয়াল রে দয়াল বলে সয়াল সংসার
দয়ালের না থাকলে দয়া দয়াল নাম অসার ।
ভাবিয়া রাধারমণ বলে দয়াল শ্যামরে আমার
তুমি যদি চাওনা মোরে আর ভরসা কার