আমার দিন বড়ো বেকলা দেখি
আকুল গেছি খাইয়া গো
ও সই মতি না ডরাইয়া।।
আর সার-শুয়া দুইটি পঙ্খী
রাখিয়াছি ধরিয়া।
ওরে দু-দিলা হইলে পাখি যাইবো রে উড়িয়া গো।।
আর এমন যতনের পাখি কে দিবো ধরিয়া।
এগো বিনা দরমায় করমু চাকরী এই জনম ভরিয়া গো।।
আর ভাইবে রাধারমণ বলে শুন রে কালিয়া
এগো নিবি ছিল মনেরি আনল
কে দিলো জ্বালিয়া গো।।