রাধারমণ দত্ত রচিত গান নং ৫৪৯

সজনী বল গো তোরা বাঁশি বাজায় কে
বাঁশির সুরে আকুল কইলো তারে চিনাই দে ।।
যখন বন্ধে বাজায় বাঁশি তখন আমি রান্ধি
বাঁশির স্বরে মন বাউলা ধুমার ছলে কান্দি
বাঁশিরে নিলো মন গো সই বাজোইয়া নিলো প্রাণ
চাউল কইয়া ভাত রান্ধিলাম দিয়া বাকরা ধান গো সই ।।
চুয়া চন্দন দিয়া রানলাম রাখি সরষের তেল
বেগুন থইয়া ব্যাঞ্জন রানলাম দিয়া পাকনা বেল ।
ভুঞ্জন করিতা সইগো আসিলা সোয়ামী
পাত রাখিয়া মাটিত ভাত বাড়িয়া দিলাম আমি গো সই ।
বিরধো শশুড় আইলা তেল দেওগো বধূ
ভাজা সর্ষের তেল থইয়া আনিয়া দিলাম মধু ।
দেবর আসিয়া কইন দেওগো দিদি জাঠা
কি অইতে কি হুনিয়া আনিয়া দিলাম পাটা ।
আরি বাড়ির পরি আইলা দিতাম করি সাদা
ধুতরা পাতা দিতে কইন বাউলা কেনে দাদা ।
ভাবিয়া রাধারমণ বলে বাঁশি জ্বালায় এই
এমন কেউ কয়না আমি বান্ধব আনিয়া দেই ।।