তোর লাগি মোর প্রাণ কান্দে রে বিদেশী বন্ধু
তোর লাগি মোর প্রাণ কান্দে রে ।।
আশা দিয়া তুইলা গাছে নীচে বসি রং চাইলে
আমারে কান্দাইলায় বন্ধু তোমার কান্দন পিছে ।
কাঁচা চুলা ভিজা লাকড়ি বন্ধু বিষম বাদী
চুলার তনে জ্বাল হটাইয়া ধুমার ছলে কান্দি ।
আজব নদীর বিজয়পুরে নৌকা মোর বান্ধা
বিনা হাওয়ায় নাও ডুবিলো আমার কপাল মন্দা
ভাবিয়া রাধারমণ বলে ঠেকিয়া রইলাম মায়াজালে
তোমার কঠিন হৃদয় নাই মমতা বলবে সয়ালে ।