রাধারমণ দত্ত রচিত গান নং ১৪২

হারাইলো মূল লাভের আশে ভবে এসে মন রে পাগল ।।
পরের ধনে হইয়া ধনী এসেছো এ অবনী, মন রে
দিনে দিনে নাই আমদানী সদায় হানি রিপুর বশে
দারা সুত রাজ্য ধন যার জন্য যায় বৃথায় জীবন, মন রে
যখন আইসে শমন তখন কি কেহ আসবে পাশে
সাঙ্গ কর ভবের খেলা হাতে কর নামের মালা, মন রে
রাধারমণ বলে আর নাই বেলা একলা যাওয়া দূরদেশে ।