রাধারমণ দত্ত রচিত গান নং ৯৬০

আমি রব না রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না
বন্ধু আমার চিকন কালা নয়নে লাইগাছে ভালা
বিষম কালা ধইলে ছাড়ে না।
বন্ধু বিনে নাই যে গতি কিবা দিবা কিবা রাতি
জ্বলছে আগুন আর তো নিভে না।
এমন সুন্দর পাখি হৃদয়ে হৃদয়ে রাখি
ছুটলে পাখি ধরা দেবে না।
হাতে আছে স্বরমধু গৃহে আছে কুলবধূ
কী মধু খাওয়াইল জানি না।
ভাইবে রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে
জ্বলছে আগুন আর তো নিভে না।।