রাধারমণ দত্ত রচিত গান নং ৯৩৯

দেবর আসিয়া কইন দেওগো দিদি জাঠা
কি অইতে কি হুনিয়া আনিয়া দিলাম পাটা।
আর বাড়ির পরি আইলা দিতাম করি সাদা
ধুতরা পাতা দিতে কইন বাউলা কেনে দাদা।
ভাবিয়া রাধারমণ বলে বাঁশি জ্বালায় এই
এমন কেউ কয় না আমি বান্ধব আনিয়া দেই।।