রাধারমণ দত্ত রচিত গান নং ৬৫

দয়াল গুরু সংসারে আমার কি লাভ বাঁচিয়া
অতি সাধের মানব জনম বিফলে যায় গইয়া ।।
হিংসা নিন্দা বৈভব ছাড়ো কামক্রোধ মায়া
বদন ভরে হরিবল কি কাম বাঁচিয়া ।
নিতি নিতি জিও মরো ঘুমেতে পড়িয়া
তেমনি যাইবায় তোমায় ভাইবন্ধু ছাড়িয়া ।
ভাইবে রাধারমণ বলে নদীর কূলে বইয়া
পার অইমু পার অইমু করি দিন তো যায় গইয়া ।