রাধারমণ দত্ত রচিত গান নং ১৪৮

আজ কেন প্রাণ কেন্দে কেন্দে উঠেরে ভাই, ভাইরে নিমাই ।
আমি যার লাগি দেশান্তরী, কোথায় গেলে তারে পাই ।।
বহু দিন হয় ব্রজছাড়া, হয়েছে জীবন্তে মরা রে ।
কই রে আমার চূড়াধড়া কোথায় প্রেমময়ী রাই ।।
গোঠে মাঠে ধেনু চরা, কই রে আমার সুবল সখা রে ।
কই রে আমার শ্রীদাম সুদাম কবলী ধবলী গাই ।।
ভেবে রাধারমণ বলে, কোন ভাবে শ্যাম গৌর হইলে রে ।
আমি প্রেমভাবে মরি যেন, শ্রীচরণে ভিক্ষা চাই ।।