জল ভর কমলিনী জলে দিয়া ঢেউ গো
শ্রীনন্দের নন্দন কালা কদম্বেরি তলে গো ।।
শুনহে শ্যাম বংশীধারী করি রে বিনতি
তুমি হওরে রাধার গঙ্গাজল আমি কলসী ভরি ।
কলসী লইয়া জলে নামলা গঙ্গার জলে
সখির সঙ্গে মনোরঙ্গে কাল জল ভরে
কলসী ভরিয়া রাধে থইলা কদমতলে
কলসীর ভিতরে বাঁশি রাধা রাধা বোলে ।
শুইন্যা ধ্বনি রাই রঙ্গিনী চতুর্দিকে চায় গো
কলসী লইয়া উঠলো নদীর পাড়ে
চল চল গৃহে চল রাধারমণ বলে ।।