আর জ্বালা দিওনা বাঁশি আর জ্বালা দিওনা আমারে
জনম দুঃখিনী রাধা জানি কি জানোনা রে
কাঁচা বাঁশের বাঁশিরে বাঁশি করুল রসের আগা
কেমনে বদন ঢাকা কতই দুঃখ মনে
শিংরা ফলের কাটার মতো বিন্ধিলো পরাণে ।
ভাবিয়া রাধারমণ বলে মনেতে ভাবিয়া
এগো সারা জনম গেলো আমার কান্দিয়া কান্দিয়া ।।