রাধারমণ দত্ত রচিত গান নং ৬৪০

বন্ধু সর সর, পন্থের মধ্যে বাঁকা ঝুড়ি কেন এমন করে
আমরা তো অভাগা নারী যাই যমুনার জলে
কুলমান হারাইলাম তোমার বাঁশির স্বরে ।।
মান করিয়াছে প্রাণনাথ তোমার মান থাক
আমরা অভাগিনী নারী পথখানি ছাড় ।।
লজ্জা নাই তোর নিলজ্জ কানাই লজ্জা নাইরে তোর
পথ ছাড় রাধাকান্ত লজ্জা ক্ষমা কর ।।
ভাবিয়া রাধারমণ বলে শোন এগো সখি
জল লইয়া ঘরে আইলা রাধা কমলিনী ।।