রাধারমণ দত্ত রচিত গান নং ২৮৩

সুধামৃত শ্রীহরি নাম কে নিবে আয় ।।
গৌর নিতাই আইসে, প্রেমবশে হরিনামের লুট বিলায় ।।
মহাপ্রভু সঙ্গে স্বরুপ রামানন্দ রায়
আষাঢ় শ্রাবণের ধারা, ধারায় ধরা ভেসে যায় ।
নামের সনে প্রেম আনিয়া জগৎ মাতায়
রাধা প্রেমের ঋণ শোধিতে বিনামূল্যে প্রেম বিলায়
যার ভাগ্য ফলে লোট তুইলে কত খায়
শ্রীরাধারমণ ভনে কেহ শুধা হাতে ঘরে যায় ।