বন্ধু আও আওরে দরশন দিয়া
অবলার পরাণ দেও শীতল করিয়া ।।
বন্ধুরে আমি তোমার দাসের দাস
না করো নৈরাশ, অবলারে দিয়া দেখা পুরাও মনের আশ
বন্ধুরে অবলার বন্ধু হায়রে নির্ধনের ধন
তোমার লাগিয়া আমার ঝুরে দুই নয়ন ।
বন্ধু রে তোমার পিরীতের দায় ছাড়লাম বাপমায়
তন জ্বলে মন জ্বলে জ্বলে সর্ব গায় ।
বন্ধুরে শ্রীরাধারমণ বলে ধরে বন্ধের পায়
তোমার লাগিয়া আমার বেড়ি লাগছে পায় ।