দেহের মাঝে আছে রে মন গোলোক বৃন্দাবন
দেহের বাতি জ্বালাইয়ে দেখ রে যুগল মিলন।।
মন রে এ দেহ করিয়া শুচি
বৈষ্ণব হলো রুহিদাস মুচি পেয়ে কৃষ্ণধন
পঞ্চপাণ্ডব এক হইয়া রুহিদাসকে করায় ভোজন।।
মন রে দাতা কর্ণ পদ্মাবতী
গুরুপদে কইরে মতি তারা দুইজন
তারা আপন পুত্রের মুণ্ড কেটে ব্রাহ্মণে করায় ভোজন।।