সখী বল বল গো উপায়।।
ঐ বাজে কুলনাশীর বাঁশি গৃহে থাকা হইল দায়।
বাঁশি কি অমিয়া নিধি সৃজিল কি বিধাতায়
মন প্রাণ হরিয়া নিল কুল রাখা হইল দায়।।
ঘরের বাহির হইতে নারি থাকি গুরু গঞ্জনায়
বাঁশির জ্বালা সইতে নারি প্রাণি কণ্ঠাগত প্রায়।।
কেন গো সে কালাচান্দে নাম ধরে বাঁশি বায়
শ্রীরাধারমণ ভনে তার তো শরম ভরম নাই।।